Sci fi thriller: Incarnation

Friends,

This is my first thriller novel. Incarnation! My first child!



উপন্যাসঃ ইনকারনেশন
লেখকঃ নাজিম উদ দৌলা
ধরনঃ সাইফাই থ্রিলার
প্রকাশনী সংস্থাঃ আদী প্রকাশন
পৃষ্ঠা সংখ্যাঃ ১৬০
মূল্যঃ ২৭০ টাকা (গায়ের মূল্য)


কাহিনী সংক্ষেপঃ

কেমন হয় যদি একদিন সকালে ঘুম ভেঙে উঠে দেখি আমার চারপাশে যা কিছু আছে তার সবই মিথ্যে? এতদিন নিজের সম্পর্কে যা কিছু জেনে এসেছি তার কিছুই আসলে সত্যি নয়? যদি জানতে পারি আশে পাশে যা কিছু আছে তার সবই আড়ালে থাকা কোন মানুষের সাজানো নাটকের অংশ? যাদেরকে এতকাল আপন ভেবে এসেছি তারাই আমার ঘোরতর শত্রু, অপরদিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে অচেনা কেউ? কীভাবে খুঁজে পাব আমার আসল পরিচয়?

তবে মনে রাখবেন! আমরা চোখের সামনে যা কিছু দেখতে পাই, তার আড়ালেও থেকে যায় অনেক কিছু। তবে কিছু জিনিস এভাবে দৃষ্টির আড়ালে থেকে যাওয়াই শ্রেয়। কিছু রহস্যের উত্তর খুঁজতে যাওয়া বিশাল ভুল! কারন হয়ত সেই উত্তরটা গ্রহণ করার মত সৎ সাহস আমাদের নেই।

0 Comments:

Post a Comment

Copyright by Nazim ud Daula. Powered by Blogger.